মটর নিউরন ডিজিজ এর চিকিৎসা কি আসলে হয় , হলেও কিভাবে হয় ? মটর নিউরন ডিজিজ কি , মটর নিউরন ডিজিজ কেন হয় , মটর নিউরন ডিজিজ এর লক্ষণ এবং মটর নিউরন ডিজিজের আধুনিক চিকিৎসা কি , এইসব বিষয়ে এই লেখায় বিস্তারিত জানতে পারবেন ।
মটর নিউরন ডিজিজ কি
মটর নিউরন ডিজিজ কে সংক্ষেপে বলে এমএনডি ( MND – Motor Neuron Disease ) . আমাদের দেহের মধ্যে তিন ধরনের স্নায়ু আছে। যেগুলো হল সংবেদী স্নায়ু, চেষ্টীয় বা মটর স্নায়ু, মিশ্র স্নায়ু। কোন কারণে যদি মটর স্নায়ুতে সমস্যা হয়, তাহলে দেহের পেশিগুলো তার স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে। আর আস্তে আস্তে মৃত্যুর দিকে ঝুকে পড়ে। আর একেই মটর নিউরন ডিজিজ বলে।
মটর নিউরন ডিজিজ এর লক্ষণ
- পা ও গোড়ালির পেশিগুলো দূর্বল মনে হবে। বিশেষ করে সিড়ি দিয়ে উঠতে কষ্ট হবে।
- ওজন হ্রাস পাবে।
- কথা বলতে অসুবিধা হবে।
- হাতে কোন কিছু ধরে রাখতে অসুবিধা হবে।
- পেশিগুলোতে খিচুনি থাকবে।
- হাত, পা ও অন্যান্য অঙ্গে কাপুনি থাকবে।
- খাবার গিলতে অসুবিধা হবে।
- স্মৃতিভ্রম হতে পারে।
- কোন কিছু উপরে উঠাতে অসুবিধা হবে।
মটর নিউরন ডিজিজ কেন হয়
এমএনডি কেনো হয় তার কারণ এখনো জানা যায় নি। তবে ধারণা করা হয়
১)জীবনমান পরিবর্তন
২) পরিবেশগত
৩) জেনেটিক কারণে হতে পারে।
তবে অধিকাংশ ক্ষেত্রে অজানা কারনে মটর নিউরন ডিজিজ হয়ে থাকে। শতকরা ১-১০ ভাগ এমএনডি উত্তরাধিকার সূত্রে হয়ে থাকে। জন্মগত জেনেটিক মিউটেশনের কারণে এমএনডি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
মটর নিউরন ডিজিজ এর চিকিৎসা
মটর নিউরন ডিজিজ এর সঠিক করতে হলে আপনাকে আগে রোগ ভাল শনাক্ত করতে হবে । চিকিৎসার প্রাথমিক পর্যায়ে মটর নিউরন ডিজিজ /রোগ নির্ণয় করা কঠিন। শুধু একটি পরীক্ষার মাধ্যমে এমএনডি নির্ণয় করা যায় না। তবে কিছু পরীক্ষা-নিরিক্ষা করা হয় এমএনডি নির্ণয় করার জন্য-
- ব্রেইন ও স্পাইনাল কর্ডের এমআরআই
- রক্ত পরীক্ষা
- ইলেকট্রোমায়োগ্রাফি
- পেশির বায়োপসি
- লাম্বার পানচার টেস্ট ইত্যাদি
মটর নিউরন ডিজিজ এর আধুনিক চিকিৎসা
মটর নিউরন ডিজিজ এর চিকিৎসা এখনো পৃথিবীতে আবিষ্কৃত হয় নি। তবে কিছু সিমটোমেটিক চিকিৎসা করা যেতে পারে। যা এমএনডির প্রভাবকে কিছুটা কমাতে পারে।
- এমএনডির রোগীকে একটি মালটিডিসপ্লেনারি হাসপাতালে নিতে হবে। যেখানে বিভিন্ন স্পেশালিস্ট রয়েছে।
- অকুপেশনাল থেরাপি দিতে হবে যেগুলো স্বাভাবিক কার্যক্রমকে সহজ করতে পারে।
- পেশিকে শক্তিশালী করার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে।
- অতিরিক্ত লালা ঝরার জন্য রেসপাইরেটরি মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
- কথা বলতে অসুবিধা হলে একজন স্পীচ অ্যান্ড লাংগুয়েজ থেরাপিস্ট এর পরামর্শ নিতে হবে।
- শ্বসনতন্ত্রের সমস্যার কারণে রেসপাইরেটরি মেডিসিন স্পেশালিস্ট এর পরামর্শ নিতে হবে।
- সাইকোলজিক্যাল ফিট থাকার কারণে পরিবার এর সাথে থাকাই শ্রেয়। এবং বিভিন্ন সময় ঘুরতে যেতে হবে।
- অনেক সময় ব্যথা ও অস্বস্থি লাগতে পারে। যার কারণে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
মটর নিউরন ডিজিজের চিকিৎসায় ফিজিওথেরাপি
মটর নিউরন ডিজিজ কে নিয়ন্ত্রন করতে ফিজিওথেরাপির বিকল্প নেই । ফিজিওথেরাপি মটর নিউরন ডিজিজ ভাল হয়ে যাবে ,এমন নয় । ফিজিওথেরাপি নিলে ভাল থাকা যাবে এবং বেশিদিন বাঁচা যাবে ।
মটর নিউরন ডিজিজ কতটা ভাল হয় ঃ
মটর নিউরন ডিজিজ এর চিকিৎসা সত্যি বলতে আসলেই নেই । এই রোগ দিন দিনে খারাপের দিকে যায়। সঠিকভাবে যত্ন নিলে অনেক বেশি দিন বাঁচা যায় । যেমন স্টিফেন হকিং প্রায় ৪৯ বছর বছর এ ব্যাধি নিয়ে বেঁচে ছিলেন। তাই রোগীকে নিয়মিত হাসিখুশি, সুন্দর পরিবেশে ঘুরাঘুরির ব্যবস্থা করতে হবে।
ধন্যবাদ
বিপিটি ( ঢাবি ) ,
এমপিটি ( অর্থোপেডিকস ) – এন.আই.পি.এস , ইন্ডিয়া
পিজি.সি. ইন আকুপাংচার , ইন্ডিয়া
স্পেশাল ট্রেইন্ড ইন ওজন থেরাপি , ইউ.এস.এ এবং ওজোন ফোরাম , ইন্ডিয়া ।
ফিজিওথেরাপি কনসালট্যান্ট , ভিশন ফিজিওথেরাপি সেন্টার ।
পরামর্শ পেতে – ০১৭১০-৮৫০৫৬৩ , ০১৯৩২৭৯৭২২৯
এপয়েন্টম্যান্ট নিতে ক্লিক করুন
Consultant Physiotherapist
BPT (DU), MPT (Ortho)
PGC in Acupuncture (India)
Specially Trained in Ozone Therapy