হঠাৎ সকালে ঘুম থেকে উঠলেন তারপর দেখলেন আপনার মুখ বেকে গেছে। আপনার মুখে কিছু রাখতে পারছেন না। চোখ বন্ধ করতে পারছেন না। দাঁত ব্রাশ করতে পারছেন না। হায় হায় কি হলো আমার? হ্যা আপনার বেলস পালসি হয়েছে? বেলস পালসি কি ? বেলস পালসি কেন হয়? বেলস পালসি বা মুখ বাকা ভালো হওয়ার উপায় কি? বেলসি পালসি রোগের চিকিৎসা কি? এসকল সামগ্রিক বিষয় আজকে আলোচনা করব।
বেলস পালসি কি?
আমাদের মস্তিষ্ক থেকে ১২ জোড়া ক্রেনিয়াল স্নায়ু বের হয়। তার মধ্যে ৭ নং স্নায়ুর নিচের অংশের মটর নিউরন ক্ষতিগ্রস্থ হলে সাধারণত বেলসি পালসি বা মুখ বাকা হয়ে থাকে।
বেলস পালসি কেনো হয়?
বেলস পালসি কেনো হয় তার সঠিক কারণ এখনো জানা যায় নি। তবে ধারণা করা হয় যে এটা একটা ভাইরাল ইনফেকশন । বিশেষ করে হার্পিস সিম্প্লেক্স ভাইরাস দিয়ে বেলস পালসি হয়ে থাকে।
এছাড়াও যে সকল রোগীর উচ্চ রক্তচাপ, ডায়বেটিকস থাকে সে সকল রোগীর বেলস পালসি হতে পারে।
বেলস পালসির লক্ষণসমূহ:
- চোখ বন্ধ করতে পারবে না।
- মুখের এক পাশের মাংসপেশি প্যারালাইসিস হয়ে যেতে পারে।
- মুখে খাবার ধরে রাখতে পারবে না।
- মুখের একপাশে নিচু আকৃতি হয়ে যেতে পারে।
- লালা ক্ষরণ ও চোখের পানি ধরে রাখতে অসুবিধা হবে।
- সংবেদি সমস্যা থাকে না। তবে বিশেষ করে অনেক সময় স্বাদে সমস্যা হতে পারে।
- বেলস পালসিতে সাধারণত কপালের পেশিগুলো জড়িত থাকে না।
বেলস পালসি বা মুখ বাকা ভালো হওয়ার উপায়/চিকিৎসা:
মুখ বাকা ভালো হওয়ার উপায়গুলো হলো হাইড্রোস্টেরয়েড, অ্যান্টিভাইরাল, ফিজিওথেরাপি চিকিৎসা অন্যতম। তবে অনেক সময় কসমেটিক সার্জারি বেলস পালসি বা মুখ বাকা ভালো করতে সহায়তা করে।
- প্রেডনিসলন ৪০-৬০ মিলিগ্রাম প্রতিদিন একটি করে এক সপ্তাহ দেওয়া যেতে পারে।
- রোগীর অবস্থা যখন খারাপ থাকবে প্রেডনিসলন এর সাথে অ্যান্টিভাইরাল দেওয়া হয়।
- রাতে ঘুমানোর সময় চোখে যাতে জীবাণু বা ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য টেপিং করে বন্ধ করা হয়ে থাকে।
- কসমেটিক সার্জারি অনেক সময় বেলস পালসিতে সহায়তা করে থাকে।
বেলস পালসিতে ফিজিওথেরাপি চিকিৎসা:
বেলস পালসি বা মুখ বাকা ভালো হওয়ার উপায় এর মধ্যে অন্যতম চিকিৎসা পদ্ধতি হল ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি চিকিৎসা অবশ্যই গ্রাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে নিতে হবে।
- বেলস পালসি বা মুখ বাকা রোগের অন্যতম ফিজিওথেরাপি চিকিৎসা হল ফ্যাসিয়াল ম্যাসেজ । যা মুখের মাংসপেশিকে আরাম প্রদান করে।
- ইলেকট্রিক্যাল স্টিমুলেশন বেলস পালসি বা মুখ বাকা ভালো করতে অনেক সহযোগিতা করে।
- এছাড়াও বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ বেলস পালসি বা মুখ বাকা থেকে স্বাভাবিক অবস্থানে আনতে সাহায্য করে।
ধন্যবাদ
বিপিটি ( ঢাবি ) ,
এমপিটি ( অর্থোপেডিকস ) – এন.আই.পি.এস , ইন্ডিয়া
পিজি.সি. ইন আকুপাংচার , ইন্ডিয়া
স্পেশাল ট্রেইন্ড ইন ওজন থেরাপি , ইউ.এস.এ এবং ওজোন ফোরাম , ইন্ডিয়া ।
ফিজিওথেরাপি কনসালট্যান্ট , ভিশন ফিজিওথেরাপি সেন্টার ।
পরামর্শ পেতে – ০১৭১০-৮৫০৫৬৩ , ০১৯৩২৭৯৭২২৯
এপয়েন্টম্যান্ট নিতে ক্লিক করুন
Consultant Physiotherapist
BPT (DU), MPT (Ortho)
PGC in Acupuncture (India)
Specially Trained in Ozone Therapy