শকওয়েভ থেরাপি কি ? / ESWT / Shockwave therapy
শকওয়েব থেরাপি হল একধরনের চিকিৎসা , যেটাতে কোন ধরনের সার্জারি বা ইনজকেশনের ছাড়াই অনেক ধরনের জয়েন্ট , মাসল , টেন্ডনের ব্যথা , ইরেকটাইল ডিসফাংশন সহজেই ভাল হয় । শকওয়েভ মেশিন মূলত এক ধরনের মাল্টি ডিসিপ্লনারি ডিভাইস , যেটা কিডনি পাথর , পিত্তথলির পাথর ভাংগা থেকে শুরু করে ব্যথা , ইরেকটাইল ডিসফাংশন সহ অনেক কন্ডিশনেই অনেক ভাল কাজ করে । শকওয়েভ থেরাপি ডিভাইসটির এফডিএ এপ্রোভাল আছে । তবে ইডির ক্ষেত্রে ক্লিনিক্যাল ট্রায়াল চলতেছে । তবে বিভিন্ন গবেষনা অনুযায়ী ইডির ক্ষত্রে শকওয়েভের কার্যকারিতা প্রমানিত হয়েছে ।
শকওয়েভ থেরাপি কিভাবে কাজ করে
শকওয়েভ মূলত একোয়াস্টিক ওয়েবের মাধ্যমে শক্তি উৎপাদন করে , যার ফলে শরীরের অসুস্থ অংশে পুষ্টিগুন সমৃদ্ধ রক্ত সরবরাহ বেড়ে যায় । দ্রুত শরীরের ইনজুরি টিস্যূগুলোর রিকভারী হয় । সোজা কথা শরীরের স্বাভাবিক সুস্থ হওয়ার প্রক্রিয়াকে অনেক গুন দ্রুত করে । এখন বলতে পারেন শকওয়েভ থেরাপি দিলে শরীরে মেডিকেলীয় কি কি পরিবর্তন হয় –
১। দ্রুত রক্তনালী তৈরি হয়
শকওয়েভ দিলে সাধারনত পুষ্টিগুন সমৃদ্ধ রক্তসরবরাহ বেড়ে যায় । ফলে রিকভারী দ্রুত হয় এবং একোয়াস্টিক ওয়েভের জন্য হাড় , টেন্ডনের ইনজুরি অংশে ক্যাপিলারী সৃষ্টি হয় ।
২। ক্রনিক ইনফ্লামেশনকে রির্ভাস করে দ্রুত ভাল করে ফেলে
৩। অধিক পরিমানে কোলাজেন উৎপাদনে সহযোগিতা করে
৪। ক্যালসিফাইড জমলে রিমুভ করে
৫। ট্রিগার পয়েন্ট রিমুভ করে
শকওয়েভ থেরাপি দিলে কি কি সমস্যা ভাল হয়
১। টেনিস এলবো / গলফার এলবো
২। কাঁধে ব্যথা
৩। হাঁটু ব্যথা
৪। হিপজয়েন্টে ব্যথা
৫ । পায়ের গোড়ালি ব্যথা / প্লান্টার ফ্যাসিআইটিস
৬। কোমর ব্যথা
৭। জাম্পার নী
৮। টেন্ডিনোপ্যাথি / টেন্ডিনাইটিস
৯। ফ্রোজেন সোল্ডার
১০। ট্রিগার ফিংগার
কিভাবে শকওয়েভ থেরাপি দেওয়া হয়
শকওয়েভ সাধারনত ফিজিওথেরাপিস্টরা ব্যবহার করে । ফিজিওথেরাপিস্ট প্রথমে বিস্তারিত এসেস করে , সমস্যা ডায়াগনোসিস নির্নয় করে আপনার ইনজুর এরিয়া বা ব্যথার জায়গা বের করে , তারপর ওখানে জেল দিয়ে নেন , এর পর আপনার প্রয়োজনীয় ফিক্রোয়েন্সি এবং এনার্জি সেট করে নেন । তারপর চামড়ার উপর জেল দিয়ে ওখানে থেরাপি দেওয়া হয় । কোন ধরনের ইনজেকশনের প্রয়োজন হয় না ।
শকওয়েভ থেরাপি নিয়ে আপনার মনে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে
প্রথম প্রশ্ন – এটা দিলে কি আমার উপকার হবে ?
উত্তর – অবশ্যই হবে । গবেষনায় দেখা গেছে , শকওয়েভ থেরাপি অত্যান্ত কার্যকরী চিকিৎসা । অনেক কন্ডিশনে শকওয়েভ দ্রুত কাজ করে । আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি , দ্রুত সময়ে স্থায়ীভাবে ভাল হওয়ার জন্য শকওয়েভ এক ধরনের এমেজিং ডিভাইস ।
দ্বিতীয় প্রশ্ন – এই থেরাপি দিলে কি আমার ক্ষতির সম্ভাবনা আছে কি ?
উত্তর – ক্ষতির কোন সম্ভবনা নেই বললেই চলে । সাময়িকভাবে কিছুক্ষনের জন্য ব্যথা বাড়তে পারে , পরে আবার ঠিক হয়ে যাবে । শকওয়েভ থেরাপি নন-ইনভেসিভ চিকিৎসা । তাই কোন ঝুঁকি নেই বললেই চলে ।
তৃতীয় প্রশ্ন – ভাল হতে কত দিন সময় লাগে
উত্তর – অনেক সময় এক দুই বা দুই সেশনেই ভাল হয়ে যায় । তবে আদর্শ সেশন হল ৫-৮ সেশন । কন্ডিশনে সময় বেশি কম লাগতে পারে । সপ্তাহে একবার বা দুইবারও নেওয়া যেতে পারে ।
ইরেকটাইল ডিসফাংশন চিকিৎসায় বৈপ্লবিক চিকিৎসা শকওয়েভ থেরাপি
ধন্যবাদ
বিপিটি ( ঢাবি ) , এমপিটি ( ইন্ডিয়া )
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান , ভিশন ফিজিওথেরাপি সেন্টার , উত্তরা , ঢাকা ।
এপয়েনম্যান্ট ০১৯৩২৭৯৭২২৯
Consultant Physiotherapist
BPT (DU), MPT (Ortho)
PGC in Acupuncture (India)
Specially Trained in Ozone Therapy