জিবিএস রোগ কি ?
জিবিএস কেন হয়
জিবিএস কেন হয় , এটার একেবারে সঠিক কারণ এখনো জানা যায় নাই । বিজ্ঞান এখনো বলতে পারে নাই , জিবিএস ভাইরাস কেন কিছু লোকের হয় , আবার কেন এটা অন্যদের হয় না । তবে এটা কোন সংক্রামক রোগ নয় বা বংশগত কোন রোগ নয় ।
সাধারনত আমাদের শরীরের ইমিউন সিস্টেম শরীরে কোন রোগ জীবানু ঢুকলে তাকে আক্রমন করে শরীরকে রোগ থেকে রক্ষা করে । কিন্তু দু;খজনক বিষয় হল , এখানে শরীরের ইমিউন সিস্টেম শরীরের অন্যান্য পার্টকে বিশেষ করে পেরিপেরাল নার্ভ ( হাত পায়ের নার্ভ বা স্নায়ু ) কে শক্র ভেবে আক্রমন করে । তবে ব্রেইন এবং স্পাইনাল কর্ড আক্রমন করে না । অধিকাংশ ক্ষেত্রেই জিবিএস লক্ষণ দেখা যায় এ বিশেষ করে পাতলা পায়খানা এবং ফুসফুসের ইনফেশনের পর ( ভাইরাল ইনফেকশন ) । জিবিএস এর চিকিৎসা সময় মত হওয়া প্রয়োজন , সমস্যা বেশি হলে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় ।
জিবিএস রোগের লক্ষণ
জিবিএস হলে কেন হাত পায়ের মাংসপেশি দুর্বল হয়ে যায় , হাত পা ঝিন ঝিন করে
জিবিএস কিভাবে ডায়াগনোসিস করতে হয়
জিবিএস এর চিকিৎসা
জিবিএস রোগের জন্য গবেষনায় প্রমানিত কোন চিকিৎসা নেই , যেই চিকিৎসা দিলে রোগী ভাল হয়ে যাবে । যাই হোক , কিছু থেরাপি আছে , যেইগুলো দিলে রোগের তীব্রতা কমে আসবে এবং রোগী কম সময়ে ভাল হবে । বিশেষ করে জিবিএস এর সমস্যা বেশি হলে রোগীর শ্বাসকষ্ট সহ বেশ কিছু সিরিয়াস সমস্যা দেখা দেয় , সেইগুলোর উপসর্গ অনুযায়ী চিকিৎসা দিতে হয় । জিবিএস এর চিকিৎসা দুইভাবে দিতে হয় । একিউট কেয়ার , পুনবার্সন সেবা ।
একিউট কেয়ার
একিউট কেয়ার হল রোগীকে হাসপাতালে নিলে সাথে সাথে যেই চিকিৎসা দেওয়া হয় সেটাই । সাম্প্রতিক সময়ে জিবিএস এর রোগীকে হাসপাতালে নিলে কমন দুইটা চিকিৎসা দেওয়া হয় , নার্ভ বা স্নায়ু ডেমেজ বাধাগ্রস্ত করতে ।
একটা হল প্লাজমা এক্সচেইঞ্জ ( প্লাজমাপেরেসিস ) , অন্যটা হল উচ্চ মাত্রার ইমিনোগ্লোবিন থেরাপি । রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে দিতে পারলে দুইটাই সমান কার্যকরী । তবে ইমিনোগ্লোবিন দেওয়া টা অনেকটা সহজ প্লাজমা এক্সচেইঞ্জের চেয়ে । একজনকে দুইটা চিকিৎসা একত্রে দিলে কোন লাভ হয় না ।
রিহ্যাবিলিটিশন বা পুনবার্সন
জিবিএস এর একিউট কেয়ার শেষ হলে রিহ্যাবিলিটেশনে ওয়ার্ডে পাঠানো হয় । জিবিএস চিকিৎসার অনেক বড় একটা ধাপ পুনবার্সন বা রিহ্যাবিলিটেশন। জিবিএস এর রোগীকে পুনবার্সন করতে ফিজিওথেরাপি , অকুপেশনাল থেরাপি দীর্ঘ সময় ধরে প্রয়োজন হয় । রোগীকে শোয়া থেকে বসানো , দাঁড়ানো , হাটানো সব কিছু থেরাপিস্ট ধাপে ধাপে করে থাকে ।
জিবিএস ভাল হতে কতদিন সময় লাগে
জিবিএস ভাল হতে কতদিন সময় লাগে সেটা নির্ভর জিবিএস এর চিকিৎসার উপর । সঠিক একিউট কেয়ার এবং পুনবার্সন ভাল হলে ৭০% জিবিএস রোগী সম্পূর্ন ভাল হয়ে যায় । সেটা কয়েক সপ্তাহ থেকে দুই বছরও লাগতে পারে । কারো কারো ক্ষেত্রে ৩ বছরও লাগতে পারে । ১৫% এর ক্ষেত্রে দেখা যায় তাদের হাতে সাপোর্ট দিয়ে হাঁটতে হয় । কাউকে কাউকে হুইল চেয়ারও ব্যবহার করতে হয় ।
ডাঃ সাইফুল ইসলাম
ভিশন ফিজিওথেরাপি সেন্টার,
Consultant Physiotherapist
BPT (DU), MPT (Ortho)
PGC in Acupuncture (India)
Specially Trained in Ozone Therapy